অবলা নারী
নারীর প্রতিশব্দ জেনে এসেছি রমনী, ললনা, অবলা এবং আরো অনেক। সমাজের চাপিয়ে দেয়া শৃঙ্খলে সে চাক বা না চাক, অবলা হতে সে বাধ্য। বাসে উঠেছে, মহিলা সিট প্রয়োজন। সিট না থাকলে পুরো বাসশুদ্ধ পুরুষ এবং 'মহিলা'রাও ঝাপিয়ে পড়বে কেন মহিলা নেয়া হল?? সিট না থাকলে আর সব মানুষ বাড়ি ফিরতে পারবে। কিন্তু রোদ-ঝড়-বৃষ্টি যা-ই হোক না কেন, অবলাকে অপেক্ষা করে যেতে হবে একটা সিটের জন্য! সে সন্ধ্যার পর একা বেরোতে পারবেন না। কেন? সে অবলা। একগাদা হায়েনা ছিনিয়ে নেবে তার সবকিছু। প্রতিটাদিন, একটা একটা দিন করে সেই ভয়ে বাঁচতে হবে। নিজের প্রতিভার মেধার বিকাশ ঘটাতে চায় সে। আরো দূর এগিয়ে যেতে চায়। নিজের শহর ছাড়িয়ে, নিজের বিভাগ ছাড়িয়ে, হয়তো নিজের দেশ ছাড়িয়ে গণ্যমান্য মানুষের পাশে নিজেকে দাঁড়ানো দেখতে চায়। স্বপ্ন দেখে। ধরুন না সে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়েই পড়তে চায়, যা তার পরিবার আর স্বস্তিকর গণ্ডিটা থেকে অনেক দূরে। যখন নিষেধাজ্ঞা পাবে, জেনে নিন তখন হয়ে ওঠে সে অবলা। সে পারুক বা না পারুক, স্বাধীনভাবে নিজের কাজটুকু করে যাওয়ার বা সকল সীমা থেকে পা বাড়ানোর সুযোগ সে পায়নি। কেননা, সে অবলা। শুধু একটু সাহসের অভাব। একটা পদক্ষ